মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।মাগুরা জেলার বিভিন্ন স্থানে ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে এবং মফস্বল এলাকায় প্রকৃত অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী গত কয়েক দিন ঘুরে ঘুরে জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ২৫০ জনের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করেন।এ সময় তারা চলমান এই তীব্র শীতে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়াতে সামর্থ্যবান মানুষের প্রতি অনুরোধ জানান।
Leave a Reply