কিছু আঘাত
কিছু কিছু গল্পের দাগ থেকে যায়;
কিছু কিছু আঘাত ক্ষত বিক্ষত করে,
মনের অজান্তে তুমি আঘাত করো;
সেই অজান্তেই হয় প্রতিঘাতের শুরু।
বারুদ জ্বলুক অথবা না জ্বলুক বারুদের কি আসে যায়?
ছাই ভেবে যত্রতত্র ব্যবহার করে ফেলি;
ছাই ছাড়া সব কিছু পিচ্ছিল হয়ে রয়।।
অবহেলা অপমান সহে যাই নিরব,
নিস্তব্ধতায় খুজি এখন নিজের সুখ,
দুঃখ প্রকাশ ভুলে গেছি করি না বাহির,
সুখ দেখে জ্বলে যায় যাদের বুক পাঁজর;
আজও কি পারবে দেখতে সুখ তাদের নয়ন?
তুলনা করে যাও করে নাও নিজের ভেতর,
হারিয়ে যাক ততদিনে আমার ভাবনা গুলো,
শূন্যতা শূন্য থাকে দিন যদি হয় আধার,
নির্মম পরিহাস যেখানে বাঁচে কোন আশার।।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।