
গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও আফজালুর রহমান বাবু ভাইয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ এখন আরও শক্তিশালী-শেখ সালাউদ্দিন
মাগুরা প্রতিনিধি
গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও আফজালুর রহমান বাবু ভাইয়ের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ সারা বাংলাদেশে বিগত দিনের চেয়েও আজ শক্তিশালী শনিবার পৌর স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবকলীগের সদ্য সাবেক আহ্বায়ক শেখ সালাউদ্দিন ।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়।
শনিবার দুপুর ১২টায় মাগুরা প্রেসক্লাবের সামনে পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মাগুরা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অনুপ দত্তের সঞ্চালনায় উক্ত মানববন্ধন মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক আহ্বায়ক শেখ সালাউদ্দিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনিছুর রহিম রাজু। এ সময় স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply