বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল ঘোষণার পরপর স্বাগত জানিয়ে মাগুরা জেলা শহরে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
সন্ধ্যায় মাগুরা- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে শহরের প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল করেন। উক্ত আনন্দ মিছিলে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply