মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অসহায়,দুস্থ, গরিব ও মেহনতি মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ১৫ আগস্ট দুপুর ২ টায় শহরের চৌরঙ্গী মোড় এলাকার ৩০০ গরিব, অসহায়-দুস্থ, খেটে খাওয়া মানুষের হাতে খাবার তুলে দেন মাগুরা -০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রিয়াজুল হাসান রিয়াজ, সাধারণ সম্পাদক জামির হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক শামছুর রহমান শামছু, স্বেচ্ছাসেবক লীগের মাগুরা পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শেখ মেহেদী হাসনাতসহ, জেলা,সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।