৭ জুন বুধবার মাগুরা জেলা কারাগারে বন্দীদের জন্য আন্ত:ওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।তিনটি ইভেন্টে মোট ১২৮ জন কারাবন্দী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইভেন্ট তিনটি হলো দাবা, ক্যারম ও লুডু। উল্লেখ্য যে, কারাগারের নারী বন্দীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন যে, কারাগারের বন্দীদের বিনোদনের জন্য এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বন্দীদের জন্য এধরনের খেলার আয়োজন সচরাচর দেখা যায়না। তিনি আরও বলেন যে, আমি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মাগুরা জেলা কারাগার এবং কারাবন্দীদের জন্য ভিন্ন কিছু করার চেষ্টা করে যাচ্ছি। কারাগারকে শাস্তি ভোগের জায়গা নয়, বরং এটিকে একটি আধুনিক ও মডেল সংশোধনাগারে রূপান্তরের জন্য অবিরাম কাজ করছি। এরই ধারাবাহিকতায় গত ০২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে কারাবন্দীদের বিনোদনের জন্য পুরাতন সাদা-কালো টিভির পরিবর্তে পাঁচটি রঙিন টিভি প্রদান করা হয়। এছাড়াও, নারী বন্দীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য পর্যাপ্ত সেলাই মেশিন বিতরণ করা হয়। এর পাশাপাশি বন্দীদেরকে কারাগারের লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন ধরনের ধর্মীয় ও সামাজিক বই পড়তে উৎসাহিত করা হয় যাতে তারা পরবর্তীতে সুনাগরিকে পরিণত হতে পারেন।
Leave a Reply