
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, মাগুরা- ১ আসনের সংসদ সদস্য, এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম. আব্দুল ফাত্তাহ, আওয়ামী লীগ, মাগুরা পৌরসভা, প্রেসক্লাব, মাগুরা রিপোর্টার্স ইউনিটি, ছাত্রলীগ, যুবলীগ, জেলা আইনজীবী সমিতি, মাগুরা মেডিক্যাল কলেজ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি দফতর, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১.৩০ টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনাতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য, এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম. আব্দুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ্ দেওয়ান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবু নাসির বাবলু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শরিফুল ইসলাম। শোক দিবসের আলোচনা সভা শেষে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বঙ্গবন্ধু যুব ঋণ বিতরণ করা হয়।
অনান্য কর্মসূচির মধ্যে ছিলো চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল, মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
Leave a Reply