“এডিস নির্মূলে সোচ্চার হই, দায়িত্বশীল নাগরিক হই” এই প্রতিপাদ্য বাস্তবায়নে আজ মাগুরা সদর উপজেলার হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ডাঃ লুৎফর রহমান লাইব্রেরী কাম অডিটরিয়ামে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা তথ্য অফিস এর আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তৃতা করেন মাগুরা জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির। জেলা তথ্য অফিসার পাভেল দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজিপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আখিরুল আলম, হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা তাপস কুমার বিশ্বাস ও হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হায়দার। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Leave a Reply