মাগুরায় সাতদোহা শ্মশান সংলগ্ন নবগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পারলা সাতদোহা ন্যাংটা বাবা সেবাশ্রমের পাশে নবগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পারলা সাতদোহা ন্যাংটা বাবা সেবাশ্রমের পাশে নবগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহ তীরে নিয়ে আসে। মরদেহটির মুখে দাড়ি রয়েছে। মরদেহটি শনাক্তের জন্য সারা দেশে পুলিশের সকল ইউনিটে ম্যাসেজ দেয়া হয়েছে।
মাগুরা ও পার্শ্ববর্তী যে সকল থানায় নিখোঁজ ডায়রি হয়েছে, সে থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানান তিনি। মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।