মাগুরায় পালিত হয়েছে ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি’র) ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস।
বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে মাগুরা জেলা শাখার উদ্যোগে মাগুরা ভায়না মোড়স্থ আইইডিবি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা ও র্যালি।
সংগঠনের জেলা সভাপতি প্রকৌশলী মো: রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান টিটোর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. প্রকৌশলী মো: মিজানুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান, মাগুরা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম।
এছাড়াও মাগুরা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষক-শিক্ষিকা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মাগুরা ভায়না মোড় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আইইডিবি মিলনায়তনে এসে র্যালিটি শেষ হয়।
Leave a Reply