মাগুরায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে তাদের নিত্য প্রয়োজনীয় হুইল চেয়ার, সাদাছড়ি, শ্রবণযন্ত্র ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অ্যাড. সাইফুজ্জামান শিখর, মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ মহোদয় এবং সভাপতিত্ব করেন মাগুরা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।অনুষ্ঠানে মাগুরা জেলার অসহায় ও অনগ্রসর জনগোষ্ঠীর ৫০ জন শারীরিক প্রতিবন্ধীকে ৫০ টি হুইল চেয়ার প্রদান করা হয় , দুইজন শ্রবণ প্রতিবন্ধীকে হিয়ারিং এইড(শ্রবণযন্ত্র) প্রদান করা হয় এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।
Leave a Reply