মাগুরা জেলার ৮৩টি উন্নয়ন প্রকল্প ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে দেশের ৬৪ জেলার মতো মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।মাগুরা জেলায় মোট ৮৩টি প্রকল্প উদ্বোধন হয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে (কালেক্টরেট মাঠে) মাননীয় প্রধানমন্ত্রীর নামাংকিত ৮৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করা হয়।
উক্ত ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাননীয় সংসদ সদস্য মাগুরা-১, এ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার,মাননীয় সংসদ সদস্য মাগুরা-২, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ,মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার) পুলিশ সুপার, মাগুরা, বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ, সভাপতি, আওয়ামী লীগ মাগুরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু, সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান, সদর উপজেলা মাগুরা,শামীম আহমেদ খান, সাধারণ সম্পাদক প্রেসক্লাব মাগুরা, মোঃ ইউনুছ আলী সাধারণ সম্পাদক মাগুরা রিপোর্টার্স ইউনিটি, মাগুরা,সহ বিভিন্ন সরকারি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
Leave a Reply