মাগুরার মহম্মদপুরে বালিদিয়া গ্রামের আলামিন (২৫ ) হত্যাকান্ডের ৩ ঘণ্টার মধ্যে হত্যাকারী সোহেল রানা কে গ্রেফতার করেছে মাগুরা জেলা পুলিশ। গত ০৭ মার্চ রাতে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বালিদিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের শামসুল শেখের পুত্র আলামিন কে তার আপন চাচাতো ভাই নওশের আলীর পুত্র সোহেল রানা ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে হত্যা করে এবং আসামির চাচা অর্থাৎ আলামিনের পিতা শামসুল ও আসামির পিতা নওশের আলী ঠেকাতে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সোহেল রানা। ঘটনার পরপর পালাতক আসামি সোহেল রানাকে গ্রেফতারের জন্য মাগুরা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের একাধিক টিম মাঠে নামে । একপর্যায়ে হত্যাকাণ্ডের প্রায় তিন ঘণ্টার মাথায় মাগুরা শ্রীপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযুক্ত সোহেল রানাকে ওয়াপদাহ এলাকায় ঢাকাগামী একটি বাস থেকে গ্রেফতার করে। মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্ মোঃ কলিমুল্লাহ প্রেস ব্রিফিং এ জানান, আসামী সোহেল রানার সাথে তার চাচাতো ভাই আলামিনের পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামির সোহেল রানার বিরুদ্ধে গত আগস্ট-২০২২ এ একটি ধর্ষণ মামলা ৯(১) ধারায় দায়ের করেন তার আপন বড় ভাই জুয়েলের স্ত্রী শারমিন। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে সোহেল রানা। আসামি সোহেল রানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply