মহম্মদপুর উপজেলায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে তাদের বহুল আকাঙ্খিত বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. শ্রী বীরেন শিকদার, মাননীয় সংসদ সদস্য মাগুরা-২ এবং সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।
উক্ত অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ জন ছাত্রীর মাঝে ১০ টি বাইসাইকেল বিতরণ করা হয় এবং ২৫০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০ লক্ষ ৯৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসন, মাগুরা সর্বদা সচেষ্ট ।
Leave a Reply