মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে বিশিষ্ট সাংবাদিক এ্যাডঃ মনির ও এ্যাডঃ বাণীব্রত কুন্ডুর জয়লাভ
মাগুরা জেলা আইনজীবী সমিতির- ২০২৩ বার্ষিক নির্বাচনে যুগ্ম-সাধারন সম্পাদক (ফোজদারী) পদে সর্বাধিক (১৫৫ ভোট) পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশে টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি এ্যাড.মনিরুল ইসলাম সিদ্দিকী । নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন আরও দুই বিশিষ্ট সাংবাদিক।১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ এর সাবেক মাগুরা জেলা প্রতিনিধি এ্যাডঃ বাণীব্রত কুন্ড অপর দিকে ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মাগুরা জেলা প্রতিনিধি এ্যাডঃ শ্রী অমিত কুমার মিত্র।
এ-ই ধারাবাহিকতায় তাদের ভবিষ্যৎ জীবনে আরও সফলতা কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী।
রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্তুু ভোট গ্রহন শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। এবারের ফলাফলে সভাপতি পদে এ্যাড. শফিকুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক পদে এ্যাড. সাজিদুর রহমান সংগ্রাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহসভাপতি মা. মশিয়ার রহমান, যুগ্ম সম্পাদক (ফোজদারী) মনিরুল ইসলাম সিদ্দিকী মনি, যুগ্ম সম্পাদক (দেওয়ানী) শেখ গোলাম নবী শাহীনসহ ১৫ টি পদে অন্যান্যরা বিজয় লাভ করেন।
Leave a Reply