
মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউপির গংঙ্গানান্দপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফুলমিয়া গ্রুপ ও কাশেম গ্রুপের মধ্যে সংঘর্ষ ১৮ ঘর ভাংচুর ও ৯ জন আহতের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৪/১১/২২ইং তারিখ সকালে কাশেম সমর্থকের লোকজন ফুলমিয়া সমর্থকের কয়েক জন যশোর সমাবেশের যাওয়ার সময় তাদের উপর হামলা করে।এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এ সময় কাসেম সমর্থকের লোকজন ফুল মিয়া গ্রুপের মোস্তাকের ২টা,আলামিনের ২টা, তফসিরের ১টা, ইসরাফিলের ১টা, মুরাদ মোল্লার ১টা, ওসমান মোল্লার ১টা, আবু বক্করের ১টা, রফিকুলের ১টা, আলমগীরের ১টা,শফিকের ১টা, শ্যাম কাজীর ১টা,রউফ কাজীর ১টা সহ ১৬টি ঘর ভাংচুর করে। এর আগে ফুলমিয়া গ্রুপের লোকজন কাশেম গ্রুপের মনো মিয়ার ২টা ঘরে ভাঙচুর চালায়। এ সময় ফুল মিয়া গ্রুপের মোস্তাক( ৩২) ইদ্রিস( ৫২) শাকিল(১৮) লিপি বেগম( ৩৫) রূপালী (৫০) সীমা(৪০) স্বপ্না (৪৫)এবং কাশেম গ্রুপের হালিম(৫৫)মনো মিয়া(৫০)আহত হয়।আহতদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় বলেন,নতুন করে সংঘাত এড়াতে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি মামলা হলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply