শালিখায় মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড, গুজব ও অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, মাদক, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী শ্যামল কুমার দে, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ বিশা রুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড, গুজব ও অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, মাদক, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা করা হয়। অনুষ্ঠানে আড়াই শতাধিক নারী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ ইউনুস আলী
ঠিকানা : আব্দুল মজিদ মার্কেট,
দ্বিতীয় তলা ভায়না মোড়, মাগুরা।