মাগুরায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে শিক্ষার্থীদের টিকা দেওয়ার দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড়, জনসমুদ্র, দীর্ঘ লাইন আর অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে। বৃন্দুমাত্র স্বাস্থ্যবিধির উপস্থিতি নেই, নেই কারোর মুখে মাক্স, উপেক্ষিত সামাজিক দূরত্বের বালাই।ভ্যাকসিন নিতে আসা শিক্ষার্থীদের কারণে হসপিটাল চত্বরে’ জনসমুদ্রে পরিনিত হওয়ায় বেড়েছে সাধারণ রোগীদের ভোগান্তি ।অসুস্থ এবং জরুরী রোগীদের হসপিটালে নিতে পোহাতে হচ্ছে চরম বিড়ম্বনা। হাসপাতালের সেবা নিতে আসা সাধারণ মানুষ হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাকে দুষছেন।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান মুঠোফোনে বলেন ,স্বাস্থ্যবিধি নিশ্চিত করা আমার কাজ নয়, আমার কাজ ভ্যাক্সিনেশন করা ।আপনারা লোক নিয়োগ করে স্বাস্থ্যবিধি নিশ্চিত করেন ।
মাগুরা জেলা প্রশাশক ডক্টর আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, সিভিল সার্জন প্রচুর চাপ এর মধ্যে আছেন হয়ত উনি রাগ করে এমন কথা বলেছেন বিষয়টি আমি দেখছি।