মাগুরায় পিয়ারলেস মেডিকেল সার্ভিসেস এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল দশটায় মাগুরা সদর উপজেলার সবকটি ইউনিয়নে দুস্থ ও অসহায় রোগীদের মেডিকেল সেবা দেয়ার নিমিত্তে হাজরাপুর ইউনিয়ন পরিষদে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করা হয় । মাগুরার কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উচ্চ রক্তচাপ, বাতজ্বর, বুকে ব্যথা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমন কুমার বিশ্বাস এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য) এমডি (কার্ডিওলজি) এর তত্ত্বাবধানে প্রায় শতাধিক দুস্থ অসহায়, পিছিয়ে পড়া মানুষদের মেডিকেল সেবা প্রদান করা হয়।
মেডিকেল সেবা নিতে আসা জাহাঙ্গীর নামে এক ব্যক্তির বলেন, আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম টাকা-পয়সার কারণে ডাক্তার দেখাইতে পারছিলাম না। আজ পিয়ারলেস মেডিকেল সার্ভিসের মাধ্যমে ডাক্তার দেখাতে পেরে আমি খুব আনন্দিত।
এসময় পিয়ারলেস মেডিকেল সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরহাদ আহমেদ বলেন, আমরা প্রতি বছর পেয়ারলেস মেডিকেল সার্ভিসেস এর উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের দুঃস্থ অসহায় ,পিছিয়ে পড়া মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করি । এ বছর আমরা মাগুরা সদর উপজেলার সবকয়টি ইউনিয়নে মেডিকেল সেবা দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি।