মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর বাজারে গ্রীল ওয়ার্কসপের দোকানে কর্মচারীর মৃত্যু। গত শুক্রবার (১৫-জানুয়ারি) বিকাল ৫টা ৩০মিনিটের সময় ওই কর্মচারীর মৃত্যু হয়। নিহত কর্মচারী হচ্ছেন মাগুরা সদর উপজেলার ভিটাসাইর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ সিদ্দিকুর রহমানের পুত্র মোঃ মুরাদ হোসেন(৩৫)। নিহতের পিতা ধারণা করছেন তার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। অপরদিকে দোকান মালিক শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামের মালেক খানের পুত্র মতিয়ার খান। মতিয়ার খান জানান, ওই কর্মচারী অসুস্থতার কারণে হটাৎ মারা যায়। উল্লেখ্য, নিহত কর্মচারী দীর্ঘ দিন আগে ওই দোকান মালিকের ভ্যান চুরি করে না বলে চলিয়া যায় পরে শ্রীপুর থানার পাশে রঘুনাথ বিশ্বাসের গ্রীল ওয়ার্কসপের দোকানে কাজ শুরু করে স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ কিছু কারণ নিয়ে রঘুনাথ বিশ্বাস এবং তার দুই ভাই কাশিনাথ বিশ্বাস ও ঝন্টু বিশ্বাস প্রায়ই মুরাদকে বেধরক মারধর করতো। নিহত মুরাদ হোসেন গত (১২-জানুয়ারি) বুধবার পূর্বের দোকানে ফিরে যায় দুইদিন কাজের পর তিনদিনের মাথায় মুরাদের মৃত্যু হয়। পরে শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় জানান, ‘মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত বাদী হয়ে এখন পর্যন্ত কেউ মামলা করেন নাই। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মামলা করা হবে বলে ধারণা করা যাচ্ছে।’ উক্ত ঘটনার তদন্ত কর্মকর্তা (আইও) শ্রীপুর থানার এসআই জাফর আহম্মেদ জানান, উক্ত ঘটনায় নিহতের এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অসুস্থথার কারণে মৃত্যু নাকি খুন করা হয়েছে, এমনই গোলক ধাঁধায় পড়েছেন পুলিশ ও ঘটনাস্থলে যাওয়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। স্থানীয় সূত্র জানা যায়, নিহত মোঃ মুরাদ হোসেনের মৃত্যুর বিষয়টি সকলের কাছে রহস্যজনক মনে হচ্ছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহত মুরাদ হোসেনের পিতা মোঃ সিদ্দিকুর রহমান জানান, শ্রীপুর থানার পাশের গ্রীল ওয়ার্কসপের মালিক রঘুনাথ বিশ্বাস ও তার দুই ভাই কাশিনাথ বিশ্বাস ও ঝন্টু বিশ্বাসের কারণে আমার ছেলে মারা যায়। আমার ছেলেকে মারধর করে পূর্বের মালিকের কাছে ফিরিয়ে দেয় রঘুনাথ বিশ্বাস ও তার দুই ভাই। তিনি আরও বলেন আমার ছেলের মৃত্যুর জন্য যারা দোষী তাদের বিরুদ্ধে মামলা করা হবে। সর্বশেষ দিন যাচ্ছে আর রহস্য উদঘাটন হচ্ছে।