বৈশ্বিক মহামারীসহ সকল বাধাবিপত্তি মোকাবেলা করে দেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়ে সবাইকে মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী। সকল সংকট মোকাবেলা করে ১৪২৮ পেরিয়ে ১৪২৯ সালে মহামারী মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের আহ্বান ও জানিয়েছে তারা।
নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এইচ এন কামরুল ইসলাম বলেন, নববর্ষ সকলের মাঝে জাগায় প্রানের নতুন স্পন্দন ,নতুন আশা,নতুন সম্ভাবনা। মহামারীর ভয়াবহতা মোকাবেলা করে নতুন বছরে অমৃত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ- নববর্ষে এই প্রত্যাশা করি।
মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী বলেন, আসুন আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করব। নতুন বছর ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে মানুষে- মানুষে সৌহার্দ্য ও ভাতৃত্বের বন্ধন জোরদার করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সংকট মোকাবেলার শক্তি দান করুক এবং সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এই কামনা করি ।