মাগুরা রিপোর্টার্স ইউনিটি’র (এমআরইউ) মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম ইমরুলের বাবা বালিদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল কালাম ফকির ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ ২৫শে মে বুধবার দুপুর ১টা ৫৪ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপিটালে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ০৪ ছেলে, ০২ মেয়ে,নাতি-নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা আগামী কাল সকাল ৯ টায় বড়রিয়া এ ডব্লিউ সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।সকলকে শরিক হওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হল।
মাগুরা রিপোর্টার্স ইউনিটি’র (এমআরইউ) মহম্মদপুর উপজেলা শাখার সভাপতি তৌহিদুল ইসলাম ইমরুলের বাবা বালিদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বালিদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ফকিরের মৃত্যুতে এমআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি এইচ এন কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এমআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তৌহিদুল ইসলাম ইমরুল এর মোবাইল নম্বর ০১৯১৮৯৩৭৭৬৪