1. admin@samokalbarta.com : admin :
বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনামূলক দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন  জমকালো আয়োজনে মাগুরায় দৈনিক গণমুক্তির ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  মাগুরায় চোরাই প্রাইভেটকারসহ আন্ত: জেলা ডাকাত দলের ২ সদস্য আটক মাগুরায় প্রবাসী লেখক এম ইসলাম মাসুদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর করা সহ ১১ দফা দাবিতে গনকমিটির সমাবেশ অনুষ্ঠিত  অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন কাউন্সিলর সাকিব হাসান তুহিন  মাগুরায় বিশ্ববিদ্যালয় কেন প্রয়োজন? মাগুরায় বিশ্ববিদ্যালয় কেন প্রয়োজন? সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের নামে থানায় অভিযোগঃডিইউজের প্রতিবাদ মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে বিশিষ্ট সাংবাদিক এ্যাডঃ মনির ও এ্যাডঃ বাণীব্রত কুন্ডুর জয়লাভ

মাগুরা জেলায় খুলনা রেঞ্জ ডিআইজির আগমনে পুলিশ সুপারের শুভেচ্ছা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৮১ বার পঠিত

মাগুরা জেলায় খুলনা রেঞ্জ ডিআইজির আগমন উপলক্ষে পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়।

সম্মানিত রেঞ্জ ডিআইজি জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম  মাগুরা জেলায় আগমন উপলক্ষে পুলিশ লাইন্সে ফুল দিয়ে স্বাগত জানান পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার)। অতঃপর ডিআইজিকে সুসজ্জিত একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

পরবর্তীতে ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাগুরা জেলার সকল অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিআইজি মহোদয়ের নিকট পেশ করেন। ডিআইজি মহোদয় সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, মাগুরা। ডিআইজি মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার),পুলিশ সুপার, মাগুরা।

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মাগুরা পুলিশ লাইন্স পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন জনাব মঈনুল হক বিপিএম(বার), পিপিএম রেঞ্জ ডিআইজি খুলনা।

পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ সভায় অংশগ্রহন করেন। এসময় তিনি উপস্থিত মাগুরা জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং সার্কেল সমূহের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। উক্ত সভায় মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) ডিআইজিকে মাগুরা জেলার অপরাধ চিত্র সম্পর্কে অবহিত করেন।

ডিআইজি স্যারের সার্বক্ষণিক সাহচার্যে উপিস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরা; জনাব মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাগুরা; জনাব মোঃ নাজিম উদ্দীন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),মাগুরা; জনাব সৌমিত্র চাকমা, সিনিঃ এএসপি (স্টাফ অফিসার টু ডিআইজি) সহ মাগুরা জেলার অন্যান্য অফিসার এবং ফোর্সবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা